Friday, February 9, 2024

First Information Report (FIR) কী?

FIR বা First Information Report যা সাধারনত আমরা থানায় লিখিত রূপে কোনও অপরাধের বিরুদ্ধে তথ্য দায়ের করাকে বুঝে থাকি। কিন্তু FIR সম্পর্কে অনেকের মনেই কতগুলি প্রশ্ন  জিজ্ঞাসিত থাকে। চুলুন সেই প্রশ্ন গুলি দেখি ও তার উত্তর খোঁজার চেষ্টা করি।

(১) FIR কাকে বলে?

(২) FIR এর উদ্দেশ্য কী?

(৩) FIR করার পদ্ধতি?

(৪) কী করে FIR দাখিল করতে হয়?

(৫) কী কী করলে FIR বাতিল হয়ে যেতে পারে?

FIR কাকে বলে?

FIR বা “First Information Report”শব্দটির কোনো যথার্থ সংজ্ঞা দেওয়া হয়নি । তবে Section 154. তে উল্লেখ রয়েছে। Handbook of Human Rights and Justice অনুযায়ী FIR হল পুলিশের কাছে  একটি প্রাথমিক সূচনা বিচার্য বা  গুরত্বপূর্ণ অপরাধ সম্পর্কে পুলিশ আনুষ্ঠানিকভাবে লিখে নেয়। 

আবার অন্যভাবে বলা যেতে পারে FIR হল পুলিশের কাছে প্রদও প্রথম আনুষ্ঠানিক প্রতিবেদন।

 FIR করার উদ্দেশ্য:

(১)এটি পুলিশের তদন্তের সূচনা করে এবং অপরাধীর গ্রেপ্তার ও বিচারের সূত্রপাত ঘটাতে পারে। 

(২) এছাড়া এটি ফৌজদারি আপরাধ সম্পর্কে প্রাথমিক রিপোর্ট, যা অনেকসময়  পরে  স্মৃতিবিভ্রম  ও ঘটতে পারে, তাই প্রমান হিসেবেও FIR অত্যন্ত গুরত্বপূর্ণ।

 কী করে FIR  দাখিল করতে হয় ?

(১) FIR দাখিল করতে একজন অপরাধের শিকার (victim)  বা সাক্ষী ও (witness) FIR দাখিল করতে পারে।

(২)সেক্ষেত্রে অপরাধের শিকার বা সাক্ষীকে পুরো ঘটনাটির বিবরন লিখে এবং  সেই নির্দিষ্ট ব্যক্তি সই করে পুলিশের কাছে জমা দেবেন।

(৩) এক্ষেত্রে মনে রাখা দরকার যে, কোনো ব্যক্তি যদি নিরক্ষর বা লিখতে অসমর্থ হয় সেক্ষেত্রে পুলিশ অফিসার নিজে লিখে নেবেন এবং অভিযোগকারীর সই করিয়ে নেবেন। এক্ষেত্রে  যে লিখছেন, কী লিখছেন তা শুনে নেওয়া অভিযোগকারীর অত্যন্ত জরুরি।

এক্ষেত্রে মনে রাখবেন, যদি পুলিশ অফিসার FIR না নেন তাহলে অভিযোগকারী Court -এ যেতে পারেন।

(৪) এছাড়া FIR -এ মিথ্যা তথ্য দেওয়া IPC-এর Section 203 অনুযায়ী দন্ডনীয় অপরাধ।

(৫) টেলিফোনের মাধ্যমেও FIR দাখিল করা যেতে যেতে পারে। এক্ষেত্রে টেলিফোনের চেয়ে নিজে থানায় গিয়ে অভিযোগ করাটা অধিক গ্রহনযোগ্য।

 FIR করার পদ্ধতি:

FIR করার ক্ষেত্রে কতগুলি দরকারি তথ্য দেওয়া প্রয়োজন। তথ্যগুলি নিম্নরূপঃ

(১) প্রথমে অভিযোগকারী বা  সাক্ষী, অভিযোগকারী হলে অভিযোগকারীর নাম ও ঠিকানা এবং সাক্ষী হলে  সাক্ষীর নাম ও ঠিকানা উল্লেখ করতে হবে।

(২) তারপর অভিযুক্ত কারীর নাম ও ঠিকানা (যদি জানা থাকে), না হলে অভিযুক্তের বিবরণ দেওয়া বাঞ্ছনীয়।

(৩) এরপর অপরাধ বা ঘটনার সময়, তারিখ উল্লেখ করতে হবে তদন্তের সুবিধার্থে।

(৪) অপরাধের সম্পূর্ণ বিবরণ করতে হবে, যা ঘটেছে তার সঠিক বিবরণ করতে হবে।

(৫) এছাড়া সেই ঘটনা কালে উপস্থিত সাক্ষীদের পরিচয় দিতে হবে।  এবং সবশেষে

(৬) FIR দাখিল করতে যদি দেরি হয় তার যথার্থ কারন দেখানো।

 এরপর থানার বড়োবাবু বা officer-in- Charge-এর কাছে FIR করতে হবে। এক্ষেত্রে বড়োবাবু উপস্থিত না থাকলে দ্বিতীয় উচ্চপদস্থ অফিসারের কাছে FIR দাখিল করা যেতে পারে।

এক্ষেত্রে FIR-এর একটি কপি নেওয়া অত্যন্ত্য জরুরি এবং পুলিশ অভিযোগকারীকে বিনা পয়সায় FIR কপি-দিতে বাধ্য থাকেন।

কী কী কারনে FIR বাতিল হয়ে যেতে পারেঃ

আবার অনেক ক্ষেত্রেই দেখা যায় যে FIR বাতিল  বা অভিযোগটি FIR বলে বিবেচিত হয় না। এর কারন হিসেবে বলা যায় যে-

(১)তদন্ত শুরু হওয়ার পর কোনো বক্তব্য।

(২) অনেক ক্ষেত্রেই অভিযোগকারীরা অস্পষ্ট বা অস্বচ্ছ  তথ্য প্রদান করেন এর ফলে FIR বাতিল হয়ে যেতে পারে।

(৩) অনেকক্ষেত্রেই অভিযোগকারী  ভুল তথ্য এবং তারিখ না দেওয়া, সই না করা এক্ষেত্রে সই করা বাঞ্ছনীয় এর কারনেও FIR  বাতিল হয়ে যেতে পারে।

আবার অজ্ঞাত পরিচয়  অভিযোগকারীর চিঠি।

(৪) সাধারণত অপরাধ  ঘটনার পরে যত তাড়াতাড়ি সম্ভব FIR করা উচিত নয়তো  এর কারনেও FIRবাতিল হয়ে যেতে পারে।

তবে কোর্ট অনেকসময় বিবেচনা করে দেরিতে FIR করার অনুমতি দিতে পারেন। উদাহরপরূপ-  কৃষ্ণা পিল্লাই (১৯৮১) মামলা অভিযোগকারীরা এতটাই শোকাহত ছিলেন সে সুপ্রিম কোর্ট ১২ ঘণ্টা পরেও FIR করার অনুমতি দেয়।

 Contributed by:

Nimai Sarkar


Nimai is a 4th semester student studying Political Science (Hons.) at Maynaguri College.


সূত্রঃ গৌতম মুখোপাধ্যায়, গণতান্ত্রিক চেতনা ও মৌলিক আইন

      

No comments:

Post a Comment

তল্লাশি (SEARCH)

তল্লাশি বা (Search) হল মূলত একটি নির্দিষ্ট FIR করার পর সেই নির্দিষ্ট FIR এর সঠিক তথ্য ও প্রমানের উদ্দেশ্যে পুলিশকে তল্লাশি বা Search করতে হয...