Wednesday, November 13, 2024

মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট কাগজে স্থান পেল বাংলা ভাষা… ..

 বর্তমানে সমস্ত বিশ্বের মানুষ যে বিষয়টির ওপর নজর রেখেছিল  তা হল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও উন্নত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে। 

এক্ষেত্রে রাষ্ট্রপতি পদে ফেরার দৌড়ে, অন্যভাবে বলা যায় হোয়াইট হাউসের  দৌড়ে ছিল ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে লড়াই ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসের। বর্তমানে বলাই যায় ভারত ও ভারতীয়রা যে বিশ্ব দরবারে  এক উল্লেখযোগ্য আধিপত্য বা নিজের জায়গা তৈরি করেছে তা অস্বীকার করার উপায় নেই।

তবে আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে যে ভারতীয় দের বিশেষ করে বাঙালিদের গর্ব করার বিষয় রয়েছে সেটা কী জানেন ?এবার শুধু ভারত আর ভারতীয় নয় এবারে বিশেষ করে বাঙালিদের বাংলা ভাষা জায়গা পেয়েছে আমেরিকান  রাষ্ট্রপতি নির্বাচনের ব্যালট পেপারে । শুধু তাই নয় ভারতীয় ভাষা হিসেবে একমাত্র জায়গা করে নিয়েছে এই বাংলা ভাষা। 

এক্ষেত্রে বলে রাখা ভালো নিউইয়র্কের প্রেসিডেন্ট নির্বাচনের ব্যালট পেপারে বাংলা ছাড়াও আরো অন্য তিনটি ভাষা স্থান পেয়েছে। যেমন- কোরিয়ান, স্প্যানিশ, চিনা ভাষা।এক্ষেত্রে নিউইয়র্কে প্রায় অনেক   বাঙালি মার্কিন বসবাস করেন।  তাদের  সুবিধার্থেই ব্যালট পেপার সহ নির্বাচন সংক্রান্ত অন্যান্য  নির্দেশাবলীতে বাংলা ভাষার ব্যাবহার করা হয়েছে।  এক্ষেত্রে বলে রাখা ভালো মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে  একটি মামলার পরিপ্রেক্ষিতেই সর্বপ্রথম ২০১৩ সালে বাংলা ভাষার অন্তভুক্তি ঘটেছিল।

এপ্রসঙ্গে নিউইয়র্ক শহরের বোর্ড অর ইলেকশনস্ -এর ডিরেক্টর মাইকেল জে রায়ান জানিয়েছেন - ইংরেজি ভাষার বাইরেও অন্যান্য সাধারন মানুষের সুবিধার্ধে আরও চারটি অন্যান্য ভাষা ব্যবহার করা হয়েছে। যেমন- কোরিয়ান, স্প্যানিশ, চীনা এবং ভারতীয় ভাষার মধ্যে বাংলা ।  সবমিলিয়ে  বলাই যায় বাঙালি তথা ভারতের সঙ্গে যে আমেরিকার সুমধুর সম্পর্ক, তাতে একটি  সেতু হিসেবে কাজ করবে এই বাংলা ভাষা।

Contributed by:

Nimai Sarkar


Nimai is a Fifth semester student studying Political Science Hons. at Maynaguri College.


Source: News 18Bangla

Link: https://bengali.news18.com/news/international/us-election-2024-ballot-papers-in-newyork-city-to-have-candidate-names-in-bengali-arc-1933282.html

No comments:

Post a Comment

মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন

গত ৫ ই নভেম্বর মার্কিন নির্বাচনী প্রথা মেনেই  নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার ৬০ তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। যেখানে মূলত মার্কিন যু...