ইরান আর ইসরায়েল এ বর্তমান যুদ্ধ সৃষ্টির কারণ , ছায়া যুদ্ধের পর এবার সরাসরি যুদ্ধে লিপ্ত হলো ইরান আর ইসরায়েল !
বহুকাল থেকেই ইরান একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে নিজের ক্ষমতা প্রদর্শন করে এসেছে ; ইরান আর ইসরায়েল দুটোই ক্ষমতাশালী রাষ্ট্র বহুদিন ধরেই রাষ্ট্র দুটির মধ্যে আন্তর্জাতিক সম্পর্কের অবনতি ঘটে যার ফল বর্তমান এই ভয়াবহ যুদ্ধ। ইরান এর সাথে ভারত এর ব্যবসায়িক সম্পর্ক রয়েছে , উল্টো দিকে ইসরায়েল এর সাথে আমেরিকা আর একটি আন্তর্জাতিক সম্পর্ক রয়েছে ।
তবে বর্তমানে দুই রাষ্ট্র কেই অস্ত্র ত্যাগ করতে অনুরোধ করছে রাষ্ট্রপুঞ্জ , কারণ দীর্ঘদিন ধরে যদি এই যুদ্ধ চলতে থাকে তবে দুই রাষ্ট্ররই ক্ষয় ক্ষতি চড়ম সীমায় পৌছে যাবে । বিগত এক বছর ধরে ইরান ইসরায়েল এ প্রায় ৪০০ টা মিসাইল নিক্ষেপ করে, যার পরিবর্তে বর্তমানে কাউন্টার অ্যাটাক করছেন ইসরায়েল বর্তমান ঘটনা সূত্রে জানা যায় যে ইরান এর বিভিন্ন সেনা ঘাঁটি আর সেনাবাহিনী অফিসে ও হামলা করেন ইসরায়েলি সেনা।
তবে বর্তমানে রাষ্ট্র সংঘর খবর সূত্রে যা জানা যায় ইসরায়েল কাউন্টার অ্যাটাক করার ফলে নিজের ক্ষমতা কে বোঝানোর জন্য ইরানি রাষ্ট্র সচিব যুদ্ধে লিপ্ত হয় । মধ্যপ্রাচ্যের ইরান ৫ টি দেশে বর্তমান এ আতঙ্কের মুখে, কারণ সেখানে মিসাইল হামলার হুমকি দেন ইরান ।
এ ছাড়া এই বিষয়ে ভারতের এর প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ইরান ইরান এর মন্ত্রী সভা ভ্রমণ করেন, তবে ভারত এর সাথে দুই রাষ্ট্র এর আন্তর্জাতিক সুসম্পর্ক রয়েছে , আর বলা চলে এখনও অবধি ভারত কোন রাষ্ট্র এর পাশে দাঁড়াবে সেই খবর এখনও অজানা।
Contributed by:
Sheuli Roy
Sheuli is a Fifth semester student studying Political Science Hons. at Maynaguri College.
Source: TV9 Bangla
Link:https://www.youtube.com/live/ohEMgPtNFj0?si=vpNt3p-v1kCNqCrD
Image Courtesy: The Economic Times,
No comments:
Post a Comment