Wednesday, February 14, 2024

রাজ্যে সরকারের বাজেট ২০২৪

লোকসভা ভোটের আগে বিভিন্ন প্রকল্প ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেমন:- লক্ষ্মীর ভান্ডার,সিভিক পুলিশ, পশ্চিম বঙ্গ পুলিশের বেতন বাড়ানোর ঘোষণা করেন। একইসঙ্গে বিভিন্ন জনস্বার্থ প্রকল্প ঘোষণা করেন অর্থ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কিন্তু আয়ের কোনো পথ দেখালেন না। 

রাজ্য বাজেট নিন্মে   বিস্তারিত  আলোচনা করা হলো:- 

১. রাজ্য পুলিশের বেতন - ১০০০ টাকা বাড়ানো হয়েছে। 

২. তাপবিদ্যুৎ কেন্দ্রে ১০০ কোটি টাকা ব্যয় করা হবে। 

৩. বাইপাসে ৭কিমি ফ্লাইওভার বানানোর জন্য ৭২৮ কোটি টাকা ব্যয় করা হবে। 

৪. কুকিং হেপ্লারদের  বেতন ১৪০ কোটি টাকা বরাদ্দ। 

৫. তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য ৯০০ কোটি টাকা বরাদ্দ। 

৬. মৎস্য জীবীদের জন্য  ২০০ কোটি টাকা বরাদ্দ। 

৭. রাজ্য সরকারের বিভিন্ন অফিসে প্রচুর কমচারী  নিয়োগ করা হবে। 

৮. দামোদর সেতুর উপর ৬৪০ মিটারের  শিল্প সেতু নির্মাণ। 

৯. লক্ষীর ভান্ডার ৫০০ টাকা এবং ১০০০টাকা থেকে বাড়িয়ে ১২০০ টাকা করা হয়েছে। 

১০.কমচারী রা  অবসরপ্রাপ্ত  হলে পেনশন পাবেন ১০ লাখ টাকা । 


এছাড়াও কর্মশ্রী প্রকল্প, কর্মদিবস প্রকল্প, দ্ররিদ্র দের জন্য  ভাতা প্রদান প্রভৃতি।

Contributed by:

Puja Roy

Puja is a First Semester student studying Political Science Major at Maynaguri College.

No comments:

Post a Comment

তল্লাশি (SEARCH)

তল্লাশি বা (Search) হল মূলত একটি নির্দিষ্ট FIR করার পর সেই নির্দিষ্ট FIR এর সঠিক তথ্য ও প্রমানের উদ্দেশ্যে পুলিশকে তল্লাশি বা Search করতে হয...