Wednesday, February 14, 2024

COP - 28 এ ভারতের ভূমিকা


৩০ নভেম্বর থেকে ১ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংযুক্ত আরব আমিরশাহী রাষ্ট্রপতি এবং আবুদাবির শাসক মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের আমন্ত্রণে ওয়ার্ল্ড ক্লাইমেট একশন সামিটে যোগ দিতে সংযুক্ত আরব আমিরশাহীর দুবাই সফর করেছিলেন। ওয়ার্ল্ড ক্লাইমেট একশন সামিট হচ্ছে জলবায়ু পরিবর্তন সম্পর্কিত রাষ্ট্র সংঘ ফ্রেমওয়ার্ক। ২৮ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হলোCOP 28। এবারে এই সামিটে 200 টি দেশের ৭০০০০ প্রতিনিধি অংশগ্রহণ করেছিল। সংযুক্ত আরব আমিরশাহীর শিল্প ও অ্যাডভান্সড প্রযুক্তি মন্ত্রী তথা সংযুক্ত আরব আমিরশাহীর জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ও বিশেষ দূত সুলতান আহমেদ আল জাবেদ এই বৈঠকে সভাপতি দায়িত্ব পালন করেছিলেন।

এই সামিটের প্রধান বিষয়বস্তু: 

1. ২০৩০ সালের পূর্বে শক্তি স্থানান্তর এবং নিঃসরণ হ্রাস দ্রুততার সাথে ত্বরান্বিত করা।

2. জলবায়ু‌ অর্থায়ন রূপান্তর করুন।

3. সকলকে কনফারেন্স অফ পার্টিস এর উদ্দেশ্যে একত্রিত করা।

COP28 এ ভারতের ভূমিকা:

১ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুবাইতে সংযুক্ত আরব আমিরশাহীর সভাপতিত্বে ২০২৩ সালের জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনcop 28 এর বিশ্ব জলবায়ু অ্যাকশন সামিটের উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিয়েছিলেন। উচ্চ স্তরের সেগমেন্ট এর উদ্বোধনে একটি বিশেষ ভাষণে প্রধানমন্ত্রী জলবায়ু লক্ষ্য পূরণের ভারতের উচ্চাকাঙ্ক্ষী জলবায়ু প্রতিশ্রুতি এবং অর্জন গুলি তুলে ধরেছিলেন। প্রধানমন্ত্রী বিশ্ব নেতৃবৃন্দকে গ্রিন ক্রেডিট ইনিশিয়েটিভ যোগদানের আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রধানমন্ত্রী দৃঢ় জলবায়ু পদক্ষেপের জন্য নেতাদের প্রতি আহ্বান জানান তিনি বলেন যে -

1. দেশগুলিকে অবশ্যই তাদের জলবায়ু প্রতিশ্রুতি পূরণ করতে হবে।

2. দেশগুলিকে একসঙ্গে কাজ করতে হবে বৈশ্বিক কার্বন বাজেট উন্নয়নশীল দেশগুলো ন্যায্য অংশ থাকতে হবে।

3. প্রধানমন্ত্রী ২০২৮ সালে ভারতে COP33 আয়োজন করার প্রস্তাব করেছিলেন।

এই সামিট সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য:

1. ভারত এই বৈঠকে জীবাশ্ম জ্বালানি থেকে কার্বন নিঃসরণে তৃতীয় স্থানে উঠে আসে যা খুবই উদ্বেগের

2. এই সামিটে Loss and Damage তহবিল গঠনের সিদ্ধান্ত গৃহীত হলো, যার মূল্য ২৬০ মিলিয়ন মার্কিন ডলার

3. এই সামিটে COP 28 সভাপতিত্বে সূচনা করা হলো জলবায়ু , পুনরুদ্ধার এবং শান্তির ওপর ইউএই ঘোষণাপত্র।

 

Contributed by : 

Gargi Chakraborty



Gargi is a Sixth Semester student studying Political Science Hons. at Maynaguri College.

Source:  About COP 28 - UNFCCC

Link: https://unfccc.int/process-and-meetings/conferences/un-climate-change-conference-united-arab-emirates-nov/dec-2023/about-cop-28

Photo Credit: https://www.icao.int/environmental-protection/Pages/COP28.aspx

No comments:

Post a Comment

মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন

গত ৫ ই নভেম্বর মার্কিন নির্বাচনী প্রথা মেনেই  নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার ৬০ তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। যেখানে মূলত মার্কিন যু...