Friday, November 22, 2024

মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন



গত ৫ ই নভেম্বর মার্কিন নির্বাচনী প্রথা মেনেই  নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার ৬০ তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। যেখানে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের  প্রধান এবং বৃহৎ দুটি দল, একটি ডেমোক্র্যাটিক পার্টি অপরটি রিপাবলিকান পার্টি - এর মধ্যে   হাড্ডাহাড্ডি লড়াই লক্ষ্য করা গিয়েছিল। তবে অন্যভাবে বলা যায়  কমলা হ্যারিসের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের  হোয়াইস হাউসের অধিকার নিয়ে  হাড্ডাহাড্ডি লড়াই চোখে পড়ার মতো ছিল । সেখানে অবশ্য শেষমেষ ডেমোক্র্যাটিক পার্টিকে পিছনে ফেলে রিপাবলিকান পার্টি অর্থাৎ কমালা হ্যারিসকে  পিছনে ফেলে ডোনাল্ড ট্রাম্প জয়ী হয় ।এক্ষেত্রে কমলা হ্যারিস মার্কিন যুক্তরাষ্ট্রের ইলেক্টোরাল কলেজের মোট ৫৩৮ টি ইলেক্টোরাল ভোটের মধ্যে মোট ২২৬ টি এবং অপরদিকে ডোনাল্ড ট্যাম্প ৩১২ টি সদস্য ভোট পেয়েছে। এরফলে বেশি সংখ্যক ৩১২ সদস্য ভোটে পেয়ে ডোনাল্ড ট্যাম্প জয়ী হন।

তবে এত গেল ২০২৪ -এর কথা। আপনি কী জানেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি। সেই পদ্ধতিই বা কী? 

আমি বা আপনি মূলত ভারতীয়রা যেভাবে আমাদের দেশের প্রধানমন্ত্রী নির্বাচন প্রতক্ষ্য ভাবে করে থাকি ,কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এমনটি হয় না। এখানে মার্কিন জনগণ পরোক্ষভাবে রাষ্ট্রপতি নির্বাচন করে থাকেন। আরেকটু  বিষয়টি বিস্তারিত ভাবে বলা যাক -

এক্ষেত্রে আগেই বলে রাখা ভালো মার্কিন যুক্তরাষ্ট্রের  রাষ্ট্রপতি মূলত ৪ বছরের জন্য নির্বাচিত হন । ৪ বছর পর পুনরায় আবার রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয় ।

এবারে আসি মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়াটি নিয়ে, 

মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়াটি বুঝতে গেলে কয়েকটি ধাপ বা পর্যায়ে বোঝা সম্ভব। সেই  পর্যায় বা ধাপগুলো কী কী? আসুন জেনে নিই সেই পর্যায় গুলো-

প্রথম পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হতে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী তিনটি শর্ত পূরণ করতে হবে।

প্রথম শর্তটি হল, প্রার্থীকে অবশ্যই জন্ম সূত্রে  যুক্তরাষ্ট্রের নাগরীক হতে হবে,

দ্বিতীয় শর্তটি অনুয়ায়ী প্রার্থীর বয়স অন্তত ৩৫ বছর হবে। এবং

 তৃতীয় শর্তটি  হল  অন্তত ১৪ বছর যুক্তরাষ্ট্রে বসবাস করতে হবে। তবে এক্ষেত্রে মার্কিন সেনাবাহীনী জন্য শেষ তৃতীয় শর্তটি ব্যতিক্রম ।  

এবার আসা যাক দ্বিতীয় পর্যায়ে, যেখানে প্রার্থীর যোগ্যতা নিয়ে।  এ ব্যাপারে ইলিয়ন স্টেটের ডেপল বিশ্ববিদ্যালয়ের  অধ্যাপক ওয়েন স্টেগার ডয়চে ভেলেকে বলেন, প্রাপ্ত বয়স্ক যে কোনো ব্যক্তি রাষ্ট্রপতি নির্বাচনে  প্রার্থী হতে  পারেন । এমনকি দোষী সাব্যস্ত ব্যক্তিরও প্রার্থী হতে কোনো বাধা নেই। এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে আলাদা বিধান রয়েছে। যাতে রাজনৈতিক বন্দিরাও বঞ্চিত না হয় প্রার্থী হওয়া থেকে। 

তবে  যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪ তম সংশোধনীতে বলা হয়েছে যে, রাজনৈতিক পদে থাকা কোনো ব্যক্তি দেশের বিরুদ্ধে বিদ্রোহে যুক্ত হলে বা শত্রুদের সহায়তা করলে সে এই সুযোগ থেকে বঞ্চিত হবেন । অর্থাৎ সে  প্রার্থী হতে পারবেন না।

এর পরের পর্যায়ে হল প্রাইমারী ও ককাস । আসলে এই প্রাইমারী ও ককাসের মাধ্যমে মূল প্রতিদ্বন্দিতায় প্রার্থীর সংখ্যা কমিয়ে আনা হয়। মার্কিন লড়াই এর ময়দান উন্মুক্ত থাকলেও এই দুই পদ্ধতিতে দল গুলো তাদের প্রার্থী বাছাই করে এবং প্রার্থীর সংখ্যা কমিয়ে আনে। এক্ষেত্রে এই প্রক্রিয়া সম্পন্ন হয় নির্বাচনী বছরের বসন্তের শুরুর দিকে ।

তবে  এক্ষেত্রে বলে রাখা ভালো যে, মূলত প্রাইমারী পদ্ধতিতে  গোপন ব্যালটের মাধ্যমে দলের নির্বাচন সম্পন্ন হয়ে থাকে। আর ককাস  পদ্ধতিতে  মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০ টি অঙ্গরাজ্যের সদস্যরা একত্রে উপস্থিত হয়ে ভোটের মাধ্যমে নিজেদের প্রার্থী বাছাই করেন।

এক্ষেত্রে প্রাইমারির চেয়ে ককাসে পদ্ধতিটি একটু ঝক্কির। তবে প্রাইমারী ও ককাস কিন্তু একই কাজ করে অর্থাৎ এ সাধারণ নির্বাচনের জন্য প্রার্থী নির্বাচন করে থাকে ।

এর পরের পর্যায়টি হল জাতীয় কনভেনশনের ভূমিকা। এই জাতীয় কনভেনশনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে প্রার্থী এবং রানিং মেট বা উপরাষ্ট্রপতির জন্য প্রার্থী নির্বাচন করা হয়। তবে যুক্তরাষ্ট্রের ৫০ টি অঙ্গরাজ্যের ডেলিগেট বা প্রতিনিধির  সংখ্যাগরিষ্ঠ সমর্থন প্রার্থীকে পেতে হয়।

এই  ডেলিগেট বা প্রতিনিধির মধ্যেও দুটি ভাগ রয়েছে। যেমন ডেমোক্র্যাটদের  ক্ষেত্রে বলা হয় প্লেজড বা প্রতিশ্রুতিবদ্ধ এবং আনপ্লেজড বা অপ্রতিশ্রুতিবদ্ধ । আবার রিপাবলিক পার্টির ক্ষেত্রে  বাউন্ড বা বাধ্যতামূলক এবং  আনবাউন্ড বা অবাধ্যতামূলক প্রতিনিধি বা ডেলিট রয়েছে।

যেখানে প্রতিশ্রুতিবদ্ধ ও বাধ্যতামূলক প্রতিনিধিরা কেবলমাত্র অঙ্গরাজ্য থেকে প্রাইমারিতে জিতে আসা প্রার্থীকেই ভোট দিতে পারেন।

তবে অপ্রতিশ্রুতিবদ্ধ ও অবাধ্যতামূলক প্রতিনিধিরা নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন।

এরপর আসে কনভেনশনের নির্বাচন প্রক্রিয়া জাতীয় কনভেনশনের পর্ব কাটার পরই নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। নির্বাচনের দিনে দেশজুড়ে রীতিমতো কয়েক হাজার শহরে ভোট প্রক্রিয়া চলে। নিবন্ধিত যে কোনো মার্কিন নাগরিক এই নির্বাচন প্রক্রিয়ায় নিজের ভোটদানের মাধ্যমে অংশ নিতে পারেন। মার্কিন জনগন তাদের ভোটের মাধ্যমে প্রতিনিধিদের নির্বাচন করে থাকেন।

এরপর সবচেয়ে পুরত্বপূর্ণ ও শেষের পর্যায়টি হল ‘ইলেকটোরাল কলেজ’ । এই  ইলেকটোরাল কলেজের মাধ্যমেই মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন , বলা ভালো মার্কিন প্রেসিডেন্ট কে হবেন তা নির্ধারন করে এই ‘ইলেকটোরাল কলেজ'। ইলেকটোরাল কলেজে মোট ৫৩৮ জন ইলেকটর  নির্বাচিত হয় । এরপর তারাই সবশেষে নির্ধারণ করেন, মার্কিন রাষ্ট্রপতি কে হবেন।  

  এক্ষেত্রে ইলেকটোরাল সংখ্যা হল মার্কিন যুক্তরাষ্ট্রের  কংগ্রেসের উভয়কক্ষের ইলেক্টোরাল সংখ্যা । অর্থাৎ নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ বা হাউস অব রিপ্রেজেনটেটিভ ও কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে সদস্য সংখ্যা । তবে এক্ষেত্রে  প্রতিনিধি পরিষদ বা হাউস অব রিপ্রেজেনটেটিভ  ইলেক্টোর সংখ্যা নির্ভর করে  মার্কিন অঙ্গরাজ্যের জনসংখ্যার ওপর  এক্ষেত্রে প্রতিনিধি পরিষদ বা হাউস অব রিপ্রেজেনটেটিভ মোট ৪৩৫ টি ইলেক্টোরাল ভোট।এক্ষেত্রে  ক্যালিফোর্নিয়ায় সবচেয়ে বেশি ইলেক্টোরাল ভোট রয়েছে মোট ৫৪ টি ইলেক্টোরাল ভোট। অপরদিকে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে প্রতি অঙ্গরাজ্যের থেকে দুটি করে করে প্রতিনিধি থাকে । ৫০ টি অঙ্গরাজ্য থেকে ২ জন করে মোট ১০০ টি ইলেক্টোরাল ভোট।

সবমিলিয়ে ৫০টি রাজ্যের রিপ্রেজেনন্টেটিভ  ৪৩৫ জন ও সিনেটের ১০০ জন। এছাড়া ডিজিস্ট্রট অব কলম্বিয়ার ৩ টি ইলেক্টোরাল ভোট। এই সমস্ত মিলিয়ে ৫৩৬ টি ইলেক্টোরাল ভোট।

এক্ষেত্রে নির্বাচনে কোনো প্রার্থীকে জয়ী হতে গেলে সংখ্যাগরিষ্টতা পেতে হয়। এক্ষেত্রে অন্তত ২৭০ টি ইলেকটোরাল ভোট পেতে হয়।

তবে এক্ষেত্রে আরেকটু বলে রাখা ভালো মার্কিন আইনানুসারে নিয়মানুসারে ,মেইন এবং নেব্রাস্কা  ছাড়া বাকি অঙ্গরাজ্যগুলিতে 'উইনার টেকস অল’ ভিত্তিতে ভোট নির্ধারিত হয়ে থাকে। এর অর্থ হল কোনো প্রার্থী যে রাজ্যে এগিয়ে আছে থাকবেন, তিনি সেই রাজ্যের সবগুলি ভোট বা ইলেকটরের সমর্থন পাবেন।

সবশেষে নতুন বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারী মাসে রাষ্ট্রপতি শপথ গ্রহণ করেন। আর এভাবেই মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ হয়।

Contributed by:

Nimai Sarkar

Nimai is a Fifth semester students studying Political Science Hons. at Maynaguri College.

Source: প্রথম আলো

Link: https://www.prothomalo.com/world/usa/y9tzlck9w3 

Image Courtesy: https://images.app.goo.gl/86pEKYTZ6QcAWViF7

Wednesday, November 20, 2024

রাশিয়া - ইউক্রেন যুদ্ধের ১০০০ দিন , পরমাণু অস্ত্র ব্যবহার নিয়ে বড় সিদ্ধান্ত পুতিনের



মঙ্গলবার (19th November 2024) ১০০০ দিন পূর্ণ করল রাশিয়া ইউক্রেন সংঘাত। আর এই দিনেই পারমাণবিক অস্ত্রের ব্যবহার নিয়ে বড় সিদ্ধান্ত নিল ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রেসিডেন্টের স্পষ্ট ঘোষণা এবার থেকে পরমাণু শক্তিধর নয় এমন দেশেও হামলা চালাতে পারে রাশিয়া। সম্প্রতি ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে মার্কিন অস্র ব্যবহারের অনুমতি দিয়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট  জো বাইডেন । তার পাল্টা জবাব দিতেই পুতিন এই সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে।

পুতিনের স্বাক্ষরিত নয়া পরমাণু নীতিতে বলা হয়েছে, কোন পরমাণু শক্তিধর দেশের সাহায্যে যদি রাশিয়ার মাটিতে পরমাণু শক্তিধর নয় এমন কোন দেশ হামলা চালায় তাহলে রাশিয়া সেই দেশে আক্রমণ চালাবে । পরমাণু শক্তি না হওয়ার সত্ত্বেও সেই দেশটিতে হামলা চালাতে পিছুপা হবে না রাশিয়া। এই নীতি চালু করার প্রক্রিয়া যদিও অনেকদিন আগে থেকেই শুরু করেছিল ক্রেমলিন। তবে জো বাইডেন  ইউক্রেনকে আমেরিকার দূরপাল্লার অস্ত্র ব্যবহারের অনুমতি দিতেই নয়া পরমানু নীতিতে সিলমোহর দিলেন পুতিন।

 প্রথমবারের মতো রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার এটিএসিএমএস (ATACMS) ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। এই হামলা নিয়ে এবার মুখ খুলেছে ক্রেমলিন।

প্রতিবেদন মতে, মার্কিন সরকার ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে আঘাত করার জন্য যুক্তরাষ্ট্রের দেয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার পরে এবং রাশিয়ার ইউক্রেন আক্রমণের ১০০০ তম দিনে এমন সিদ্ধান্ত নিলেন পুতিন ।


Contributed by:

Suchitra Roy

Suchitra is a Fifth Semester Hons. student studying Political Science (Hons.) at Maynaguri College.


News Source : somoynews.tv

Link:https://www.somoynews.tv

Image Courtesy: https://www.atlanticcouncil.org/blogs/ukrainealert/ukraine-crisis-deterring-putin-is-expensive-but-much-cheaper-than-war/

Tuesday, November 19, 2024

Iran & Israel conflict



ইরান আর ইসরায়েল এ বর্তমান যুদ্ধ সৃষ্টির কারণ ,  ছায়া যুদ্ধের পর এবার সরাসরি যুদ্ধে লিপ্ত হলো ইরান আর ইসরায়েল !

বহুকাল থেকেই  ইরান একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে নিজের ক্ষমতা প্রদর্শন করে এসেছে ; ইরান আর ইসরায়েল  দুটোই ক্ষমতাশালী রাষ্ট্র বহুদিন ধরেই  রাষ্ট্র দুটির মধ্যে আন্তর্জাতিক সম্পর্কের অবনতি ঘটে যার ফল বর্তমান এই  ভয়াবহ যুদ্ধ। ইরান এর সাথে ভারত এর ব্যবসায়িক সম্পর্ক রয়েছে , উল্টো দিকে ইসরায়েল এর সাথে আমেরিকা আর একটি আন্তর্জাতিক সম্পর্ক রয়েছে ।                                       

তবে বর্তমানে দুই রাষ্ট্র কেই  অস্ত্র ত্যাগ করতে  অনুরোধ করছে রাষ্ট্রপুঞ্জ , কারণ দীর্ঘদিন ধরে যদি এই যুদ্ধ চলতে থাকে তবে দুই রাষ্ট্ররই  ক্ষয় ক্ষতি চড়ম সীমায় পৌছে যাবে । বিগত এক বছর ধরে ইরান ইসরায়েল এ প্রায় ৪০০ টা মিসাইল নিক্ষেপ করে, যার পরিবর্তে বর্তমানে কাউন্টার  অ্যাটাক করছেন ইসরায়েল  বর্তমান ঘটনা সূত্রে জানা যায় যে ইরান এর বিভিন্ন সেনা ঘাঁটি আর সেনাবাহিনী অফিসে ও হামলা করেন ইসরায়েলি সেনা।          

তবে বর্তমানে রাষ্ট্র সংঘর খবর সূত্রে যা জানা যায় ইসরায়েল কাউন্টার অ্যাটাক করার ফলে নিজের ক্ষমতা কে বোঝানোর জন্য ইরানি রাষ্ট্র সচিব  যুদ্ধে লিপ্ত হয় । মধ্যপ্রাচ্যের ইরান ৫ টি দেশে বর্তমান এ আতঙ্কের মুখে, কারণ সেখানে মিসাইল হামলার হুমকি দেন ইরান ।

এ ছাড়া এই বিষয়ে ভারতের এর প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ইরান ইরান এর মন্ত্রী সভা ভ্রমণ করেন, তবে ভারত এর সাথে দুই রাষ্ট্র এর আন্তর্জাতিক সুসম্পর্ক  রয়েছে , আর বলা চলে এখনও অবধি ভারত কোন রাষ্ট্র এর পাশে দাঁড়াবে সেই খবর এখনও অজানা।


Contributed by:

Sheuli Roy

Sheuli is a Fifth semester student studying Political Science Hons. at Maynaguri College.

Source: TV9 Bangla 

Link:https://www.youtube.com/live/ohEMgPtNFj0?si=vpNt3p-v1kCNqCrD

Image Courtesy: The Economic Times, 

Link: https://img.etimg.com/thumb/msid-113902012,width-210,height-158,imgsize-243416,resizemode-75/istock-1743104649.jpg

Wednesday, November 13, 2024

মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট কাগজে স্থান পেল বাংলা ভাষা… ..

 বর্তমানে সমস্ত বিশ্বের মানুষ যে বিষয়টির ওপর নজর রেখেছিল  তা হল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও উন্নত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে। 

এক্ষেত্রে রাষ্ট্রপতি পদে ফেরার দৌড়ে, অন্যভাবে বলা যায় হোয়াইট হাউসের  দৌড়ে ছিল ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে লড়াই ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসের। বর্তমানে বলাই যায় ভারত ও ভারতীয়রা যে বিশ্ব দরবারে  এক উল্লেখযোগ্য আধিপত্য বা নিজের জায়গা তৈরি করেছে তা অস্বীকার করার উপায় নেই।

তবে আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে যে ভারতীয় দের বিশেষ করে বাঙালিদের গর্ব করার বিষয় রয়েছে সেটা কী জানেন ?এবার শুধু ভারত আর ভারতীয় নয় এবারে বিশেষ করে বাঙালিদের বাংলা ভাষা জায়গা পেয়েছে আমেরিকান  রাষ্ট্রপতি নির্বাচনের ব্যালট পেপারে । শুধু তাই নয় ভারতীয় ভাষা হিসেবে একমাত্র জায়গা করে নিয়েছে এই বাংলা ভাষা। 

এক্ষেত্রে বলে রাখা ভালো নিউইয়র্কের প্রেসিডেন্ট নির্বাচনের ব্যালট পেপারে বাংলা ছাড়াও আরো অন্য তিনটি ভাষা স্থান পেয়েছে। যেমন- কোরিয়ান, স্প্যানিশ, চিনা ভাষা।এক্ষেত্রে নিউইয়র্কে প্রায় অনেক   বাঙালি মার্কিন বসবাস করেন।  তাদের  সুবিধার্থেই ব্যালট পেপার সহ নির্বাচন সংক্রান্ত অন্যান্য  নির্দেশাবলীতে বাংলা ভাষার ব্যাবহার করা হয়েছে।  এক্ষেত্রে বলে রাখা ভালো মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে  একটি মামলার পরিপ্রেক্ষিতেই সর্বপ্রথম ২০১৩ সালে বাংলা ভাষার অন্তভুক্তি ঘটেছিল।

এপ্রসঙ্গে নিউইয়র্ক শহরের বোর্ড অর ইলেকশনস্ -এর ডিরেক্টর মাইকেল জে রায়ান জানিয়েছেন - ইংরেজি ভাষার বাইরেও অন্যান্য সাধারন মানুষের সুবিধার্ধে আরও চারটি অন্যান্য ভাষা ব্যবহার করা হয়েছে। যেমন- কোরিয়ান, স্প্যানিশ, চীনা এবং ভারতীয় ভাষার মধ্যে বাংলা ।  সবমিলিয়ে  বলাই যায় বাঙালি তথা ভারতের সঙ্গে যে আমেরিকার সুমধুর সম্পর্ক, তাতে একটি  সেতু হিসেবে কাজ করবে এই বাংলা ভাষা।

Contributed by:

Nimai Sarkar


Nimai is a Fifth semester student studying Political Science Hons. at Maynaguri College.


Source: News 18Bangla

Link: https://bengali.news18.com/news/international/us-election-2024-ballot-papers-in-newyork-city-to-have-candidate-names-in-bengali-arc-1933282.html

Tuesday, November 12, 2024

INDIA & CHINA AGREEMENT

 

·   


 India and China -

India has a strained relation with her neighbour, China, and henceforth maintained a neutral position in taking decisions concerning China. Moreover, the recent clashes that took place in 2020,between the two nations were due to territorial disputes. China had claimed that the de facto border, LAC, was under their governing territory and vice versa. Which then led to a face-off between the two armies of that region and caused deaths from both sides.

Looking from a vantage point, however, both of the nuclear neighbours have accused each other of trying to seize territory along their de facto border, also known as the Line of Actual Control(LAC).

 Agreement -

An agreement has taken place recently leading to a potential thaw to the hostility between both the neighbours. This agreement took place on the sidelines of the BRICS summit in the Russian city of Kazan at the end of October between the two heads of the state, Indian Prime Minister Narendra Modi and Chinese President Xi Jinping.

In a media briefing, Foreign Secretary of India Vikram Misri said that this agreement will resolute the remaining friction points between the nations.

·         Aftermath -

 After four years of territorial rivalry, related to the contested high-altitude border, the two nations have come to a temporary peace signalling to the de-escalation of tensions. An immediate aftermath of the agreement was the disengagement of 80 to 90 percent of the troops of both the nations from the Depsang and Demchok in Eastern Ladakh region. Patrolling Rights: The two sides have agreed on the modalities of patrolling along the LAC, paving the way for a reduction in tensions and a decrease in the number of troops deployed in the area.

Security experts in India accepted the latest agreement to de-escalate tensions, but remarked that Deep –seated mistrust between the neighbours will continue to strain the bilateral ties. 

·         Sources -

1. Image Courtesy: https://images.indianexpress.com/2024/10/Prime-Minister-Narendra-Modi-with-Chinese-President-Xi-Jinping-on-the-sidelines-of-the-BRICS-Summit-in-Kazan.-Photo-AP1.jpg?w=640

2. Information is referenced from the following website: https://www.dw.com/en/india-china-border-dispute-can-the-peace-last/a-70712678

 
Contributed by:
Arijit Singha Roy

Arijit is a Fifth semester student studying Political Science Hons. at Maynaguri College.

মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন

গত ৫ ই নভেম্বর মার্কিন নির্বাচনী প্রথা মেনেই  নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার ৬০ তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। যেখানে মূলত মার্কিন যু...