Wednesday, November 20, 2024

রাশিয়া - ইউক্রেন যুদ্ধের ১০০০ দিন , পরমাণু অস্ত্র ব্যবহার নিয়ে বড় সিদ্ধান্ত পুতিনের



মঙ্গলবার (19th November 2024) ১০০০ দিন পূর্ণ করল রাশিয়া ইউক্রেন সংঘাত। আর এই দিনেই পারমাণবিক অস্ত্রের ব্যবহার নিয়ে বড় সিদ্ধান্ত নিল ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রেসিডেন্টের স্পষ্ট ঘোষণা এবার থেকে পরমাণু শক্তিধর নয় এমন দেশেও হামলা চালাতে পারে রাশিয়া। সম্প্রতি ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে মার্কিন অস্র ব্যবহারের অনুমতি দিয়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট  জো বাইডেন । তার পাল্টা জবাব দিতেই পুতিন এই সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে।

পুতিনের স্বাক্ষরিত নয়া পরমাণু নীতিতে বলা হয়েছে, কোন পরমাণু শক্তিধর দেশের সাহায্যে যদি রাশিয়ার মাটিতে পরমাণু শক্তিধর নয় এমন কোন দেশ হামলা চালায় তাহলে রাশিয়া সেই দেশে আক্রমণ চালাবে । পরমাণু শক্তি না হওয়ার সত্ত্বেও সেই দেশটিতে হামলা চালাতে পিছুপা হবে না রাশিয়া। এই নীতি চালু করার প্রক্রিয়া যদিও অনেকদিন আগে থেকেই শুরু করেছিল ক্রেমলিন। তবে জো বাইডেন  ইউক্রেনকে আমেরিকার দূরপাল্লার অস্ত্র ব্যবহারের অনুমতি দিতেই নয়া পরমানু নীতিতে সিলমোহর দিলেন পুতিন।

 প্রথমবারের মতো রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার এটিএসিএমএস (ATACMS) ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। এই হামলা নিয়ে এবার মুখ খুলেছে ক্রেমলিন।

প্রতিবেদন মতে, মার্কিন সরকার ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে আঘাত করার জন্য যুক্তরাষ্ট্রের দেয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার পরে এবং রাশিয়ার ইউক্রেন আক্রমণের ১০০০ তম দিনে এমন সিদ্ধান্ত নিলেন পুতিন ।


Contributed by:

Suchitra Roy

Suchitra is a Fifth Semester Hons. student studying Political Science (Hons.) at Maynaguri College.


News Source : somoynews.tv

Link:https://www.somoynews.tv

Image Courtesy: https://www.atlanticcouncil.org/blogs/ukrainealert/ukraine-crisis-deterring-putin-is-expensive-but-much-cheaper-than-war/

No comments:

Post a Comment

মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন

গত ৫ ই নভেম্বর মার্কিন নির্বাচনী প্রথা মেনেই  নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার ৬০ তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। যেখানে মূলত মার্কিন যু...